★ এক নজরে প্রতিষ্ঠান প্রধান
নাম: সুলতান মাহমুদ
পিতা: মো: সিরাজ উদ্দিন
মাতা: মোছা: দিলারা বেগম
জন্ম: ১৯৯৩ ঈসায়ী সনে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের রাউতগ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে।
প্রাতিষ্ঠানিক পড়াশোনা
দাওরায়ে হাদীস: দারুল উলূম হাটহাজারী, চট্টগ্রাম।
আরবি ভাষা (আদব): জামেয়াতুল খাইর আল ইসলামিয়া, সিলেট।
বাংলা ভাষা-সাহিত্য: জামেয়াতুস সালাম, ঢাকা।
ইংরেজি ভাষা: হেক্সাস উপশহর, সিলেট।
ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স: যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, চট্টগ্রাম।
বর্তমান কর্মক্ষেত্র
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান: ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন
প্রিন্সিপাল: ইত্তেহাদুল উম্মাহ একাডেমি
খতীব: মাদানী মসজিদ, পশ্চিম আলীরগাঁও, গোয়াইনঘাট।
চেয়ারম্যান: ইত্তেহাদ বিজনেস গ্রুপ
সম্পাদক, উপস্থাপক ও পরিচালক: ইত্তেহাদ টিভি
সম্পাদক ও প্রকাশক: সাহিত্য সাময়িকী ‘চেতনা’