ইত্তেহাদুল উম্মাহ একাডেমি ইসলাম ও জেনারেল শিক্ষা সমন্বিত এবং আরবি ও ইংরেজি মাধ্যম একটি আদর্শ ইসলামিক স্কুল। যেখানে ইসলামি মূল্যবোধ ও আধুনিক জ্ঞানের সমন্বয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিত করা হয়। শিক্ষার্থীরা যাতে দুনিয়া ও আখিরাতে উভয় জীবনের জন্য প্রস্তুত হতে পারে; সে জন্য রয়েছে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম, দীনি শিক্ষা ও তারবিয়াহর বিস্তার, হিফজুল কুরআন ও হাদীস, ভাষা-সাহিত্য প্রশিক্ষণ, একাডেমিক কোচিং, তথ্য-প্রযুক্তি ও কারিগরি প্রশিক্ষণ, উন্মুক্ত পাঠাগারসহ বিভিন্ন শিক্ষা বিভাগ। এক কথায়, দীনি ও জেনারেল শিক্ষায় দক্ষতা উন্নয়নের এক অনন্য ঠিকানা আইইউ একাডেমি। উলামায়ে কেরাম, মুরব্বী এবং বিশিষ্টজনদের পরামর্শ ও দিকনির্দেশনায় ‘শিক্ষা-দীক্ষা, চিন্তা-চেতনা, দক্ষতা-সফলতা’-কে লালন করে ২০২০ সালের ২ সেপ্টেম্বর মাওলানা সুলতান মাহমুদ বিন সিরাজ এটি প্রতিষ্ঠা করেন। ১০টি শিক্ষা বিভাগসহ বহুমুখী কার্যক্রম নিয়ে প্রতিষ্ঠানটি সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা বাজারে নিজস্ব জায়গা ও ক্যাম্পাসে পাঁচ বছর থেকে আলো ছড়াচ্ছে।
কুরআন মাজিদ ও মহানবী সা.-এর সুন্নাহ তথা কর্মনীতিই ইত্তেহাদুল উম্মাহ একাডেমির মূল আদর্শ।
আহলুস-সুন্নাহ ওয়াল-জামায়াহর আক্বীদা ও দৃষ্টিভঙ্গি লালন করা। শিরকমুক্ত ঈমান ও বিদআতমুক্ত আমলের প্রতি আহবান করা।
উম্মাহর ঐক্য ও সম্প্রীতির কল্যাণে কাজ করা।
ঊলূমে দীনিয়্যাহ তথা ইসলামি শিক্ষা এবং ঊলূমে আসরিয়া তথা জেনারেল শিক্ষা সমন্বিত শিক্ষা কারিকুলাম এবং বহুমুখী শিক্ষায়ন প্রকল্প পরিচালনা। এ ক্ষেত্রে পূর্বসূরি মনীষীদের চিন্তা-চেতনা, দর্শন এবং শিক্ষানীতির বিকাশ ঘটানো।
মহান আল্লাহ পাকের সন্তুষ্টির মানসে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনাদর্শের আলোকে দেশজুড়ে, বিশেষত সমাজের তুলনামূলক উপেক্ষিত অংশে প্রাতিষ্ঠানিক ও উপ-প্রাতিষ্ঠানিকভাবে ইসলামি ও সাধারণ শিক্ষা-দীক্ষা এবং কর্মমুখী বৈষয়িক প্রশিক্ষণের উদ্যোগ।
বিশ্বমানের পরিবেশে হিফজুল কুরআনের প্রশিক্ষণ ও গবেষণাভিত্তিক একটি আন্তর্জাতিক মানের শিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা।
আহলুস-সুন্নাহ ওয়াল-জামায়াহর দৃষ্টিভঙ্গিতে প্রণীত সুসংগঠিত মাদানী পাঠক্রম প্রবর্তন ও বাস্তবায়ন।
আধুনিক বিজ্ঞান ও কারিগরি শিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শে গঠিত বালক ও বালিকা পৃথক শাখার প্রতিষ্ঠান স্থাপন।
অসহায়, অনাথ ও গরীব শিক্ষার্থীদের আশ্রয়, শিক্ষা ও পুনর্বাসনের জন্য দয়া ও মানবিকতার ছায়াতলে আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠা।